ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
good-food
৫৯৭

সরকারি চাকরিজীবীরা ঈদে বর্ধিত বোনাস পাবেন    

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪০ ৮ জুলাই ২০২০  

সরকারি চাকরিজীবীরা ঈদে বর্ধিত বোনাস পাচ্ছেন। জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট হতে পারে। তবে ১ আগস্ট ঈদ হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা। ৩১ জুলাই ঈদ হলে ইনক্রিমেন্ট ছাড়া এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন তারা।

 

তবে ঈদের দিন হিসাব করে বোনাস দেয়া নিয়ে জটিলতায় পড়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়ে গত ৫ জুলাই চিঠি দেয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

 

সেই প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার  হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে জানিয়েছে, আসছে ঈদুল আজহার সম্ভাব্য দিন ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা প্রদান করতে হবে।

 

ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে তা পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে বর্ধিত টাকা সমন্বয় করতে হবে।

 

বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া এবারের কোরবানির ঈদ ১ আগস্ট হলে বার্ধিত বোনাসে সরকারের অতিরিক্ত ব্যয় ১৩০ থেকে ১৪০ কোটি টাকা বাড়বে বলে জানা গেছে।